জলবায়ু পরিবর্তন

সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করবেন ইয়ান ফ্রাই

প্রকাশ : ১৩ জুলাই ২০২২, ১৪:৩৪

সাহস ডেস্ক

জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে ৪-১৫ সেপ্টেম্বর বাংলাদেশে সরকারি সফরে আসবেন মানবাধিকারের প্রচার ও সুরক্ষা বিষয়ক বিশেষ প্রতিবেদক। আন্তর্জাতিক পরিবেশ আইন ও নীতি বিশেষজ্ঞ ইয়ান ফ্রাই বাংলাদেশ সরকারের আমন্ত্রণে এ সফর করবেন। পরিদর্শনকালে তিনি কীভাবে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব জলবায়ু পরিবর্তনজনিত স্থানচ্যুতি সহ ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সম্প্রদায়ের মানবাধিকারকে প্রভাবিত করে তা চিহ্নিত করবেন।

তিনি মানবাধিকারের পূর্ণ ও কার্যকর বাস্তবায়নের ওপর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের প্রতি স্থিতিস্থাপকতা তৈরিতে সরকার কর্তৃক বাস্তবায়িত ভাল অনুশীলন, কৌশল ও নীতিগুলি চিহ্নিত করার পরিকল্পনা করেছেন। সফরের প্রস্তুতির জন্য ইয়ান ফ্রাই জুলাইয়ের মধ্যে সুশীল সমাজ, মানবাধিকার সংস্থা এবং অন্যান্য আগ্রহী স্টেকহোল্ডারদের কাছ থেকে মতামত চেয়েছেন। প্রাথমিকভাবে প্যারিস চুক্তি, কিয়োটো প্রোটোকল সম্পর্কিত উপকরণগুলির সঙ্গে সম্পর্কিত প্রশমন নীতি এবং ক্ষয়ক্ষতির বিষয়টি বেশি গুরত্ব দিবেন তিনি।

সাহস২৪.কম/এসটি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত