অল্টারনেটিভ নোবেল পেল কিশোরী গ্রেটা

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫০

পরিবেশকর্মী ১৬ বছরের সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গকে বিকল্প নোবেল পুরস্কার 'রাইট লাইভলিহুড' পুরস্কারে ভূষিত করা হল।

পরিবেশ রক্ষায় দ্রুত ব্যবস্থা নিতে রাজনৈতিক দাবিগুলিকে তীব্র ও উৎসাহিত করার জন্যই গ্রেটাকে ওই পুরস্কার দেওয়া হয়েছে। চলতি বছর থানবার্গসহ মোট চারজন এই পুরস্কার পেয়েছেন।

ফাউন্ডেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, বিজ্ঞানের বাস্তবতার ভিত্তিতে জলবায়ু পরিবর্তন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণের রাজনৈতিক দাবিকে আরো জোরাল এবং বিস্তৃত করেছেন তিনি।

এতে আরো বলা হয়, জলবায়ু বিপর্যয় থেকে সরে না থাকার ব্যাপারে তার দেখানো পথ লাখ লাখ সঙ্গীকে কণ্ঠ জোরালো করতে এবং দ্রুত জলবায়ু পদক্ষেপ নেয়ার দাবি জানাতে উৎসাহ জুগিয়েছে।

গত শুক্রবার থানবার্গের আহ্বানে সাড়া দিয়েই বিশ্বের ১৫৬টি দেশে স্কুলশিক্ষার্থীরা স্কুলে না যেয়ে ‘বৈশ্বিক জলবায়ু ধর্মঘট’ পালন করেছে।

পরিবেশ রক্ষায় অবদানের জন্য ১৯৮০ সাল থেকে রাইট লাইভলিহুড পুরস্কার দেওয়া হচ্ছে। পরিবেশ ও উন্নয়নশীল দেশগুলোতে কাজের স্বীকৃতি হিসেবে নোবেলে আরও দুটি বিভাগ যোগ করার আহ্বান জানানো হয়েছিল। তবে নোবেল কমিটি ওই আহ্বান বাতিল করে দেওয়ার পর রাইট লাইভলিহুড পুরস্কার চালু করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত