জামালপুরে ডিজিটাল সেন্টার এর এক যুগ পূর্তি উদযাপন

প্রকাশ : ১১ নভেম্বর ২০২২, ১৮:০৬

সাহস ডেস্ক

জামালপুর জেলা পর্যায়ে ডিজিটাল সেন্টার এর এক যুগ পূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ডিজিটাল সেন্টার এর এক যুগ পূর্তি অনুষ্ঠান জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মোক্তার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সৈয়দ মো. আতিকুর রহমান ছানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বাবু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরান, প্রোগ্রামার ফুয়াদ মাহমুদ খানসহ প্রমুখ।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রতিটি ইউনিয়নের ডিজিটাল উদ্যোক্তাগণ হলেন সরকারের মাঠ পর্যায়ের অত্যন্ত গুরুত্বপুর্ণ সহযোদ্ধা। তাদের সহযোগিতায় গ্রাম পর্যায়ে সরকারের বিভিন্ন সরকারি সেবাসমূহ খুব সহজে, কম খরচে ও দ্রুততম সময়ের মাধ্যমে জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এসময় তিনি আগামী ২০৪১ সালের মধ্যে উন্নত বিশ্ব প্রতিষ্ঠা ও উন্নত ডিজিটাল সেবা প্রদানে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সাহস২৪.কম/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত