ঢাকায় দোকান-শপিংমল রাত ৯টা পর্যন্ত খোলা

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২১, ২০:১০

সাহস ডেস্ক

চলমান লকডাউনের মধ্যে রাজধানী ঢাকায় আজ থেকে দোকানপাট ও শপিংমল রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

রবিবার (২৫ এপ্রিল) চলতি লকডাউনের শর্ত শিথিল করে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল খোলা রাখা যাবে বলে জানিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ।

তবে ব্যবসায়ীদের পক্ষ থেকে দোকানপাট আরও বেশি সময় খোলা রাখার অনুমতির জন্য দেনদরবার চলছিল। এর মধ্যেই ঢাকা মহানগর পুলিশ এই সিদ্ধান্তে এল।

দোকান মালিক সমিতির অনুরোধে ও রোজাদার ভাই-বোনদের কথা বিবেচনা করে রাত ৯টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখা নির্দেশনা দেয়া হয়েছে। তবে এক্ষেত্রে অবশ্যই ক্রেতা-বিক্রেতা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলে আজ সন্ধ্যায় জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে গত ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে কঠোর লকডাউন শুরু হয়। পরে তা বাড়িয়ে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত করা হয়। তবে আজ ২৫ এপ্রিল লকডাউন সিথিল করে সকাল ১০ থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখার অনুমতি দেয়া হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত