চাঁপাইনবাবগঞ্জে করোনায় আরও ১৭ জন শনাক্ত

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২১, ১৪:০৩

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ১০ জন নারী ও ৭ জন পুরুষ। এরা সকলেই সদর উপজেলার বাসিন্দা।

শুক্রবার (২৩ এপ্রিল) রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাব থেকে আসা ৫৪ জনের নমূণা ফলাফলে ওই ১৭ জন শনাক্ত হন বলে জানান সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী।

সিভিল সার্জন জানান, এনিয়ে জেলায় ৯৩৬ জন শনাক্ত হলেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৮১৬ জন। মারা গেছেন ১৪ জন। জেলায় চিকিৎসাধীন রোগি এখন ১০৬ জন। এদের ৮৩ জন সদর, ১২ জন শিবগঞ্জ,গোমস্তাপুর ৩, নাচোল ১ ও ৩ জন ভোলাহাট উপজেলার বাসিন্দা। তিনি আরও জানান, জেলা থেকে এ পর্যন্ত ৭ হাজার ৫৭৩ জনের নমূণা সংগৃহীত হয়েছে। এখনও ফলাফল আসে নি ৫৪ টি নমূণার।

সিভিল সার্জন জানান, পূণরায় কার্যক্রম শুরু করা জেলার ডেডিকেটেড করোনা হাসপাতালে (সদর হাসপাতালের নতুন ভবনে স্থাপিত অবজারবেশন ১০ সহ ৩০ শয্যার করেনা ইউনিট) গত বৃহস্পতিবার (২২'এপ্রিল) ১৬ জন রোগি ভর্তি ছিলেন। এদের মধ্যে বৃহস্পতিবার ২ জন ভর্তি হন।

এদিকে শুক্রবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত জেলায় করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন ৪৯ হাজার ৩০২ জন। এদের মধ্যে দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ১০হাজার ৯১৪ জন। ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছেন ৬০ হাজার ৩১৭ জন। জেলায় এ পর্যন্ত ৮৬ হাজার ৫শ' ডোজ ভ্যাকসিন পাওয়া গেছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত