চাঁপাইনবাবগঞ্জ

প্রেমের ফাঁদ: অপহৃত স্কুলছাত্রীকে ১৫ দিন পর উদ্ধার করল র‌্যাব

প্রকাশ : ২৯ মার্চ ২০২১, ১৯:১১

প্রেমের ফাঁদে পরে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা থেকে গত ১৩ মার্চ অপহৃত হয়েছিলেন ৮ম শ্রেণির এক স্কুলছাত্রী (১৪)। তার ১৫ দিন পর গত রাতে স্কুলছাত্রীকে উদ্ধার করে তার অভিভাকদের নিকট হস্তান্তর করেছে র‌্যাব।

রবিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ঠুঁঠাপাড়া গ্রামের একটি বাড়ি থেকে উদ্ধার করে র‌্যাব। পরে ওই রাতেই তাকে নাচোল থানা পুলিশের মাধ্যমে পিতা-মাতার নিকট হস্তান্তর করা হয়।

সোমবার (২৯ মার্চ) চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প কমান্ডার মেজর নাজমুস সাকিব বলেন, অপহরণের পর মেয়েটির পরিবার গত ২৬ মার্চ নাচোল থানায় একটি নিখোঁজ জিডি করেন এবং র‌্যাবে অভিযোগ করেন। এর পরপরই মেয়েটিকে উদ্ধারে তৎপরতা শুরু করে র‌্যাব। এক্ষেত্রে তথ্য প্রযুক্তি ও নিজস্ব গোয়েন্দা সূত্রগুলি কাজে লাগানো হয়। এরই ধারাবাহিকতায় মেয়েটিকে উদ্ধার করা সম্ভব হয়।

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা বলেন, এ ঘটনায় অন্য কোনো অভিযোগ না থাকায় গত রবিবার রাতেই মেয়েটিকে অভিভাবকদের নিকট বুঝিয়ে দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত