শাল্লার ঘটনায় চাঁপাইনবাবগঞ্জে পূজা উদযাপন পরিষদের মানববন্ধন

প্রকাশ : ২৫ মার্চ ২০২১, ১৫:৩৬

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা, সদর উপজেলা ও পৌর শাখা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) নবাবগঞ্জ সরকারী কলেজের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত কর্মসূচী থেকে সুনামগঞ্জের শাল্লা'য় সনাতন ধর্মাবলম্বীদের সাথে সংঘটিত ঘটনার জন্য সাম্প্রদায়িকতাকে দায়ী করে এর প্রতিবাদ জানানো হয় ও দোষীদের বিচার চাওয়া হয়।

মানববন্ধন থেকে বক্তব্য দেন উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা শ্যাম কিশোর দাস গোস্বামী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় সদস্য কমল কুমার ত্রিবেদী, জেলা আহব্বায়ক ডাবলু কুমার ঘোষ, সদস্য সচিব ধনঞ্জয় চট্রোপাধ্যায়, সদর উপজেলা সভাপতি স্বপন কুমার ঘোষ, সাবেক সভাপতি কনক রঞ্জন দাস, পৌর সভাপতি তপন কুমার ঘোষ, বাংলাদেশ হিন্দু খ্রীষ্টান বৌদ্ধ ঐক্য পরিষদ জেলা সম্পাদক দিলীপ কুমার রায় প্রমুখ।

বক্তরা ওই ঘটনায় ইতিমধ্যে গৃহীত পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তারা সারাদেশে সংখ্যালঘু নির্যাতণ বন্ধে নতুন আইনের দাবি জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত