রামগতিতে অভিনব কায়দায় চুরি, তদন্তে পুলিশ

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪২

লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় বড়খেরী ইউনিয়নে এক বসত বাড়িতে প্রায় অর্ধ কোটি টাকার মালামালের চুরির ঘটনা ঘটেছে। 

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বড়খেরী ইউনিয়নের দুলাল ব্যপারির বাড়িতে ওই চুরির ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার সকালে ঘটনাটি সরজমিনে গিয়ে পরিদর্শন করেছেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিনব পদ্ধতিতে রাতের কোন এক সময়ে নেশা জাতীয় দ্রব্য খাবারের সাথে খাইয়ে কিংবা ছিটিয়ে এ চুরির কার্যক্রম চালায়। এতে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, ডাইমন্ড রিং, দুটি ব্যবহৃত মোবাইল সেট চুরি হয়।

দুলাল ব্যপারির সাথে আলাপকালে তিনি জানান, গতকাল সন্ধ্যায় বাজারে গেলে আমি অসুস্থবোধ করি, পরে আমি ও আমার ছেলেসহ বাড়িতে চলে আসি। আমি বাড়িতে দ্রুত চলে আসায় পরিবারের অন্যান্য সদস্য রাত ১০টার মধ্যে ঘুমিয়ে পড়ে। কিন্তু ভোরে আমার স্ত্রীর চিৎকারে আমার ঘুম ভাঙ্গে। অক্ষত অবস্থায় আমার রক্ষিত নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, ডাইমন্ড রিং, দুটি ব্যবহৃত মোবাইল লুটে নেয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, এ ঘটনায় তদন্ত চলছে।

এই তদন্তের মাধ্যমে ওই ঘটনার সাথে জড়িত কু-চক্রি মহলরেও বের করার দাবী জানান সচেতন এলাকাবাসী। এ ধরনের ঘটনা যাতে আগামীতে না ঘটে সেজন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত