নীলফামারীতে অসহায়দের পাশে মানবিক এক ভ্যানচালক

প্রকাশ : ২১ মে ২০২০, ০৪:৪৩

পবিত্র ঈদ উপলক্ষে মানবতার সেবায় এগিয়ে এসে সফিকুল ইসলাম নামের এক ভ্যান চালক এবার দৃষ্টান্ত স্থাপন করলেন। ঈদে তাই নিজের কিছু সঞ্চিত অর্থ দিয়ে অসহায় পরিবারের কাছে মানবতার সহায়তা নিয়ে হাজির হয়েছেন তিনি।

 বুধবার (২০ মে) বিকেলে তিনি নিজ এলাকায় ঘুরে বেছে বেছে এমন শতাধিক পরিবারের কাছে গিয়ে নিজহাতে তুলে দিয়েছেন আটা, চাউল, আলু ও সেমাই চিনি ।

নীলফামারী সদরের টুপামারী ইউনিয়নের কিছামত দোগাছি গ্রামে ভ্যানচালক শফিকুল ইসলাম এর বাড়ি। এলাকাবাসী তাকে বল্টু বলেই চেনে।  

শফিকুল ইসলাম বল্টু জানান, করোনা ভাইরাস আমাদের সকলকেই দুই মাস ধরে ঘরবন্দী করে দিয়েছে।  দিন এনে দিন খাওয়া পরিবারগুলো আজ বড়ই অসহায়। অন্যান্য মানুষজনের মতো আমিও সরকারি ত্রান পেয়েছি। সেই ত্রাণ রেখে দিয়েছিলাম। ওই ত্রাণ আরেক অসহায় পরিবারকে দিয়েছি। দীর্ঘদিনের ভ্যান চালিয়ে পরিবারের খরচের পরেও বেশ কিছু অর্থ সঞ্চয় করি। 

কিন্তু আমার চেয়েও এলাকায় অনেক কর্মহীন মানুষ না খেয়ে আছে। তাই বুধবার (২০ মে) ৩টায় এলাকার কর্মহীন শতাধিক পরিবারকে তিন কেজি করে চাল, দুই কেজি করে আটা, এক কেজি করে আলু, আধা কেজি করে সেমাই ও চিনি বিতরণ করেছি।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত