ভাঙ্গায় কর্মহীন অসহায় মানুষদের পাশে তরুণ উদ্যোক্তা শোভন

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২০, ০২:০৪

সাহস ডেস্ক

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে লোকজনকে ঘরে থাকার নির্দেশনা দিয়েছে সরকার। পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। এতে কর্মহীন হয়ে পড়ছেন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। দেশের এই মহাসংকটকালে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে তরুণ উদ্যোক্তা কাজী ফাহাদ ইসলাম শোভন।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের বিভিন্ন এলাকায় কর্মহীন অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও ওষুধ উপহার সামগ্রী হিসেবে বিতরণ করছেন তিনি।

এ বিষয়ে কাজী ফাহাদ ইসলাম শোভন বলেন, ছোট বেলায় দেখতাম বাবা মানুষকে সাহায্য করতেন এবং আমার প্রিয় মানুষ মজিবুর রহমান নিক্সন চৌধুরীও বিপদে মানুষের পাশে দাঁড়াতেন। তিনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। তাদের কাছে থেকে আমি সাহায্য করা শিখছি। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ফলে কর্মহীন হয়ে পড়া অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে অনেকেই খাদ্য সামগ্রী বিতরণ করছে। আমার ইচ্ছা হলো এই দুর্যোগে যারা বাইরে বের হতে পারে না এবং ওষুধ কিনতে পারে না সেই লক্ষে পূর্বের ব্যবস্থা অনুযায়ী রোগীদেরকে তাদের চাহিদা মোতাবেক ওষুধ বিতরণ করি।

তিনি আরও বলেন, আমার এলাকায় পূর্বে আমি ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছি ও ২০০ রোগীকে ওষুধ বিতরণ করছি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত