শিশু তুহিন হত্যা: বাবা-চাচার ফাঁসির আদেশ

প্রকাশ : ১৬ মার্চ ২০২০, ১২:৪০

সাহস ডেস্ক

সুনামগঞ্জে পাঁচ বছরের শিশু তুহিন মিয়াকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তার বাবা আবদুল বাছির ও চাচা নাসিরউদ্দিনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে এ মামলায় অভিযুক্ত অন্য দুই আসামি নির্দোষ প্রমাণিত হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।

সোমবার (১৬ মার্চ) এ আদেশ দেন জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শিশু তুহিনের বাবা আব্দুল বাছির ও আপন চাচা নাসির উদ্দিন। মামলায় খালাসরা হলেন- আব্দুল মোছাব্বির ও জামশেদ আলী।

এর আগে গত ১০ মার্চ এ হত্যা মামলায় তার ১৭ বছর বয়সী কিশোর চাচাতো ভাইকে ৮ বছরের কারাদণ্ড দেন আদালত। তুহিন হত্যার ঘটনায় তার মা মনিরা বেগমের করা মামলায় পাঁচ আসামির মধ্যে তার চাচাতো ভাই শিশু হওয়ায় তার বিচার শিশু আদালতে হয়েছে।

প্রসঙ্গত, গতবছর ১৪ অক্টোবর সুনামগঞ্জের দিরাই উপজেলার কেজাউরা গ্রামে নৃশংসভাবে হত্যা করা হয় শিশু তুহিনকে। সকালে বাড়ির পাশের একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তুহিনের রক্তাক্ত লাশ পাওয়া যায়। তুহিনের গলা, দুই কান ও যৌনাঙ্গ কাটা ছিল। পেটে বিদ্ধ ছিল দুটি ছুরি।

এরপর ১৫ অক্টোবর ভোরে তুহিনের মা বাদী হয়ে বাবা ও চাচাসহ ১০ জনকে আসামি করে দিরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত