করোনা: দেশে আজ মৃত্যু নেই, শনাক্ত সর্বনিম্ন

প্রকাশ : ১২ এপ্রিল ২০২২, ১৯:১৬

সাহস ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত কারো মৃত্যু হয়নি। ফলে দেশে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৪ জনই রয়ে গেছে।

একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২২ জন। যা দেশে দুই বছরের মধ্যে সর্বনিম্ন শনাক্ত। এর আগে ২০২০ সালের ৫ এপ্রিল একদিনে শনাক্ত ছিল ১৮ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ১৩১ জন।

মঙ্গলবার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৭৫ জন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ালো ১৮ লাখ ৮৯ হাজার ৬০৫ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৮০ জন।

গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৭৯টি ল্যাবরেটরিতে পাঁচ হাজার ৮০০টি নমুনা সংগ্রহ ও পাঁচ হাজার ৮৬১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো এক কোটি ৩৯ লাখ ২৭৪ জনে। নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার শূন্য দশমিক ৩৮ শতাংশ। আজ পর্যন্ত নতুন রোগী শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ১২৪ জনের মধ্যে পুরুষ ১৮ হাজার ৫৯৪ জন ও নারী ১০ হাজার ৫৩০ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুহার ১ দশমিক ৪৯ শতাংশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত