করোনাভাইরাসে আরও ৭০ জনের মৃত্যু

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫০

সাহস ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৫৬৩ জনে।

একই সময় নতুন করে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৪৩০ জন। এসব মিলিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১৪ হাজার ৪৫৬ জনে।

রবিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫ হাজার ৬০ জন। এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়ে ওঠেছে ১৪ লাখ ৫১ হাজার ৬৩ জন।

গত ২৪ ঘণ্টায় মৃত ৭০ জনের মধ্যে পুরুষ ৪০ জন ও ৩০ জন নারী। এদের বয়স বিশ্লেষণে দেখা যায়, বিশোর্ধ্ব তিনজন, ত্রিশোর্ধ্ব চারজন, চল্লিশোর্ধ্ব সাতজন, পঞ্চাশোর্ধ্ব ১৪ জন, ষাটোর্ধ্ব ২৮ জন, সত্তরোর্ধ্ব ১২ জন এবংআশির্ধ্ব দুইজন মারা যান।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে ঢাকা বিভাগে ৩১ জন, এরপর চট্টগ্রাম বিভাগে ২০ জন, সিলেটে বিভাগে ৬ জন, রংপুরে বিভাগে ৪ জন, রাজশাহী ও খুলনা বিভাগে ৩ জন করে, বরিশাল বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৪ হাজার ৮১৯টি নমুনা সংগ্রহ ও ২৫ হাজার ১৬৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৯০ লাখ ৬৪ হাজার ১৫টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৯ দশমিক ৬৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৭১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১ হাজার ৯২৬ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন তিন হাজার ৮৬ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন তিন লাখ ৬৯ হাজার ২৪৮ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ ১৪ হাজার ৮৫৪ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৫৪ হাজার ৩৯৪ জন।

সাহস২৪.কম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত