সাতক্ষীরায় এক সপ্তাহে সর্বনিম্ন শনাক্ত, মৃত্যু ১

প্রকাশ : ১২ জুন ২০২১, ১৪:১০

সাহস ডেস্ক

গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুন) সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কদুরত-ই-খোদা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘উপসর্গ নিয়ে মারা যাওয়া ওই ব্যক্তির বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায়।’

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৬ দশমিক ১৭ শতাংশ। জেলা মোট আক্রান্ত রোগী রয়েছেন ৬৮৩ জন।

সূত্র জানায়, করোনা মোকাবিলায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ ইউনিট চালুর পরে দুই দফায় শয্যা সংখ্যা বাড়িয়ে ১৩৫ করা হয়। আজ সকাল পর্যন্ত ১৩৫ শয্যার বিপরীতে ১৪৯ জন করোনা রোগী ভর্তি রয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত