নোয়াখালীতে শুরু বাসাভিত্তিক লকডাউন

প্রকাশ : ৩১ মে ২০২১, ১৪:৫৬

সাহস ডেস্ক

ঈদুল ফিতর পরবর্তী সময়ে নোয়াখালীতে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় উপজেলায় বাসাভিত্তিক লকডাউন শুরু করা হয়েছে। যে বাড়িতে করোনাভাইরাসের রোগী শনাক্ত হবে সেই বাড়ি লকডাউন করা হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

সোমবার (৩১ মে) জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার এ তথ্য জানান। 

ডা. মাসুম ইফতেখার বলেন, জেলা সদরসহ প্রতিটি উপজেলায় করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ভাইরাসটির সংক্রমণ রোধে আমরা বাড়িভিত্তিক লকডাউন শুরু করেছি। এ লক্ষ্যে প্রতিটি উপজেলার ইউনিয়নভিত্তিক কমিটি করা হয়েছে। যে বাড়িতে করোনাভাইরাসের রোগী শনাক্ত হবে সেই বাড়ি লকডাউন করা হবে।

তিনি আরও বলেন, নতুন আক্রান্তদের মধ্যে নোয়াখালী সদরে ৬১ জন, বেগমগঞ্জে ১২ জন, কোম্পানীগঞ্জে নয়জন, চাটখিলে সাতজন, সেনবাগে ছয়জন,  সোনাইমুড়ীতে চারজন, কবিরহাটে একজন ও সুবর্ণচরে একজন রয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত