আরও ৩৫ জনের মৃত্যু, আক্রান্ত ৩ হাজার ৯০৮ জন

প্রকাশ : ২৮ মার্চ ২০২১, ১৭:০২

সাহস ডেস্ক

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে সংক্রমিত আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে আরও ৩ হাজার ৯০৮ জন নতুন রোগী, যা কিনা গত নয় মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ এক দিনে এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিলেন গত বছরের ২ জুলাই।

রবিবার (২৮ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নিহতদের মধ্যে ২১ জন পুরুষ ও নারী ১৪ জন।

সারাদেশের সরকারি ও বেসরকারি ল্যাবরেটরিতে গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৪২৫টি নমুনা সংগ্রহ ও ২২ হাজার ১৩৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৪৫ লাখ ৮৮ হাজার ৮৩০টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৭ দশমিক ৬৫ শতাংশ।

একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ১১৯ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৫ হাজার ৯৪১ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৯ দশমিক ৯৭ শতাংশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত