‘বাংলাদেশ যা আজ চিন্তা করে, আমেরিকা করে তিন মাস পর’

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩১

সাহস ডেস্ক

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘হোয়াট বাংলাদেশ থিংক টুডে, ইউএসও থিংকস থ্রি মান্থস লেটার। অর্থাৎ বাংলাদেশ যা আজ চিন্তা করে, আমেরিকা করে তিন মাস পর।’

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ‘জাতীয় কোভিড-১৯ টিকাদান কার্যক্রম: বেসরকারি খাতের সম্পৃক্ততা’ শীর্ষক আলোচনা সভায় আমেরিকার আগে বাংলাদেশে ‘নো মাস্ক, নো সার্ভিস’ চালু হয়েছে জানিয়ে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) উদ্যোগে রাজধানীর একটি হোটেলে এই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নেয়ার সময় ১৫টি অর্ডারে সাইন করেছেন। সেখানে একটা ছিল; নো মাস্ক, নো গভর্মেন্ট সার্ভিস। সেটা আমরা অনেক আগে থেকেই চালু করেছি।’

তিনি আরো বলেন, ‘বেসরকারি খাত এখন ভ্যাকসিন সেবা দিতে চায়, এটা অনেক আনন্দের খবর। প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে বেসরকারি খাতে ভ্যাকসিন দেয়ার কথা বিবেচনা করবো।’

এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, ‘সরকারি খাতের পাশাপাশি যদি বেসরকারি খাতকে টিকা কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে দ্রুতই দেশের মানুষকে টিকার আওতায় আনতে পারবো।’

সভায় বিপিএমসিএ সভাপতি এম এ মুবিন বেসরকারি খাতকে ১০ লাখ ডোজ টিকা দেয়ার দাবি জানান।

সূত্র: জাগো নিউজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত