জন্মদিনে মাধুরীর অজানা কিছু কথা...

অভিনেত্রী হতে চাননি বলিউড ডিভা মাধুরী দীক্ষিত

প্রকাশ : ১৫ মে ২০২৪, ১৪:০৬

Desk Report

যার হাসিতে মন হারায় সবাই। গ্ল্যামার আর অভিনয়ে তো তিন দশকেরও বেশি সময় ধরে মাতিয়ে যাচ্ছেন। বয়সের ঘড়িটার কাঁটাগুলো তিনি যেন আটকে রেখেছেন আশ্চর্য জাদুমন্ত্রবলে। বলছি বলিউড ডিভা মাধুরী দীক্ষিতের কথা।

মাত্র ৩ বছর বয়সে নাচে হাতেখড়ি, স্কুলে পড়াকালীনই এসেছিল কাজের সুযোগ।

চমকে ওঠার মতো তথ্য হলেও এটাই সত্যি, অভিনেত্রী হতে চাননি মাধুরী! নিজের ক্যারিয়ারে হতে চেয়েছিলেন একজন মাইক্রোবায়োলজিস্ট। ভাগ্যিস অভিনেত্রী হয়েছিলেন। না হয় মাধুরীর মতো অমন রূপবতীর প্রাণ ভোলানো অভিনয় কোথায় পেত দর্শক?

মাধুরীর সমালোচকদের ধারণা ছিল, মাধুরী কেবল নিজের নাচের কারণেই টিকে আছে। সমালোচকদের জবাব দিতে সেরা অভিনেত্রী হিসেবে বেশ কয়েকটি পুরস্কার জিতে নেন এই লাস্যময়ী। নিজের ভুবনভোলানো হাসি ছড়িয়ে আজও ভক্তদের মনে রাজত্ব করছেন এই ‘চিরসবুজ’ অভিনেত্রীর

বলিউডের ‘মোহিনী’ খ্যাঁত মাধুরী দীক্ষিতের ৫৭ তম জন্মদিন আজ। বয়সের মুকুটে আরও একটা পালক যুক্ত হলেও মাধুরী প্রমাণ করেছেন, বয়সকে তিনি নিজের মুনশিয়ানায় কেবলই সংখ্যা বানিয়ে রাখতে জানেন।

কার্গিল যুদ্ধের সময় এক পাকিস্তানি বৃদ্ধ বলেছিলেন, ‘ভারত যদি তাদের মাধুরী দীক্ষিতকে দিয়ে দেয়, তবেই এ দেশ ছেড়ে চলে যাব।’ বৃদ্ধের কথা শুনে বোঝা যায়- শুধু বলিউড নয়, বাইরেও সমান জনপ্রিয় ছিলেন এ অভিনেত্রী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত