ডি মারিয়ার গোলে ইকুয়েডরকে কোনমতে হারালো আর্জেন্টিনা

প্রকাশ : ১০ জুন ২০২৪, ১৬:১০

বাসস থেকে সংগৃহীত
বাসস থেকে সংগৃহীত ছবি

এ্যাঞ্জেল ডি মারিয়ার একমাত্র গোলে কোপা আমেরিকার প্রস্তুতি ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে কষ্টার্জিত জয় তুলে নিয়েছে বিশ^ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 

শিকারোর সোলজার ফিল্ডে লিওনেল মেসিকে বেঞ্চে বসিয়ে ডি মারিয়ার হাতে অধিনায়কত্বের আর্মব্যান্ড তুলে দিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি। ৪০ মিনিটে অধিনায়কের গোলে আর্জেন্টিনার জয় নিশ্চিত হয়। জাতীয় দলের ক্যারিয়ারে এটি ডি মারিয়ার ৩১তম আন্তর্জাতিক গোল। 

অনেকটা ধীরস্থির ভাবে ম্যাচ শুরু করেছিল আর্জেন্টিনা। শুরু থেকে খুব একটা আক্রমনাত্মক দেখা যায়নি বিশ^ চ্যাম্পিয়নদের। এ্যাথলেটিকো মাদ্রিদ মিডফিল্ডার রডরিগো ডি পল ৪০ মিনিটে ইকুয়েডরের এরিয়ার মধ্যে অনেকটা এগিয়ে থাকা ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোর দিকে বল বাড়িয়ে দেন। টটেনহ্যামের এই সেন্টার-ব্যাক দারুনভাবে বলটি নিয়ন্ত্রনে নিয়ে দুর্দান্ত রিভার্স পাস করে দেন ডি মারিয়ার দিকে। অভিজ্ঞ উইঙ্গার লো ফিনিশে ইকুয়েডর গোলরক্ষক হার্নান গালিনডেজকে পরাস্ত করেন। 

৫৬ মিনিটে ডি মারিয়ার জায়গা মাঠে নামেন মেসি। কিন্তু ইন্টার মিয়ামির এই সুপারস্টার আর্জেন্টিনার স্কোরলাইন সমৃদ্ধ করতে পারেননি। 

আগামী ২০ জুন আটালান্টায় কানাডার বিপক্ষে কোপা আমেরিকার মিশন শুরু করার আগে আর্জেন্টিনার আরো একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। আগামী শুক্রবার মেরিল্যান্ডের ল্যান্ডোভারে বিশ^ চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ গুয়াতেমালা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত