ওয়েবসাইটে বাংলায় শোনা যাবে হজের খুতবা

প্রকাশ : ২৭ জুন ২০২৩, ১৬:০৯

সাহস ডেস্ক
বাংলায় হজের খুতবা শোনা যাবে মানারাতুল হারামাইন ওয়েবসাইট ও তাদের মোবাইল অ্যাপে। https://manaratalharamain.gov.sa/arafa/arafa_sermon/bn

এ বছর হজের আরবি খুতবা বাংলাসহ মোট ২০টি ভাষায় শোনা যাবে। বাংলায় হজের খুতবা শোনা যাবে মানারাতুল হারামাইন ওয়েবসাইট ও তাদের মোবাইল অ্যাপে। ওয়েবসাইট লিঙ্ক হলো https://manaratalharamain.gov.sa/arafa/arafa_sermon/bn

পবিত্র হজ উপলক্ষে আজ সৌদি আরবের পবিত্র নগরী মক্কার ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ মানুষ। আজ মঙ্গলবার (২৭ জুন) সকাল থেকেই জড়ো হতে থাকেন তারা। আজ আরাফাত ময়দানের নামিরাহ মসজিদ থেকে হজের খুতবা পাঠ করবেন শায়খ ড. ইউসুফ বিন মুহাম্মদ বিন সাঈদ। 

সৌদি আরবের স্থানীয় সময় আজ মঙ্গলবার (৯ জিলহজ) মসজিদে নামিরাতে জোহরের নামাজে ইমামতি এবং খুতবা পাঠ করবেন ড. ইউসুফ বিন মুহাম্মদ বিন সাঈদ। মক্কার হারামাইন শরিফাইনের জেনারেল প্রেসিডেন্সি এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ মঙ্গলবার আরাফাতের ময়দানে লাখ লাখ হজযাত্রীর কণ্ঠে সমস্বরে উচ্চারিত হচ্ছে—‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্‌দা, ওয়ান্‌নি মাতা লাকা ওয়াল্‌মুল্‌ক্‌, লা শারিকা লাকা’। এর বাংলা অর্থ ‘আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার’।

এর আগে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এক রাজকীয় ফরমানে এ বছর হজের খুতবার জন্য শায়খ ড. ইউসুফ বিন মুহাম্মদ বিন সাঈদকে নিযুক্ত করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত