ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকার বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল যুবকের

প্রকাশ : ০৪ জুন ২০২৩, ১৬:৪৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

 ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে খাইরুল ইসলাম খোকন নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে সদর উপজেলার কুড্ডা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত খাইরুল ইসলাম খোকন (৪০) আবু সাইদ মিয়ার ছেলে।

 ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মুহাম্মদ এমরানুল ইসলাম জানান, সদর উপজেলার বাসুদেব গ্রামের মলাই মিয়ার কাছে একই এলাকার শাহ আলম ১৯০০ টাকা পেতেন। এর মধ্যে মলাই মিয়া কিছুদিন আগে শাহ আলমকে ৫০০ টাকা ফেরত দেয়। বাকি ১২০০ টাকা নিয়ে শাহ আলমের সাথে মলাই মিয়ার বিরোধ চলে আসছিলো। বিরোধ নিষ্পত্তিকল্পে শনিবার রাত ৮টার দিকে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কুড্ডা গ্রামের মেহের আলী শাহ মাজারের সামনে সালিশ বসে। সালিশে বাকবিতন্ডার এক পর্যায়ে মলাই মিয়া গ্রুপের লোকজন শাহ আলম গ্রুপের লোকদের উপর দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা করে। এতে খায়রুল ইসলাম খোকন নামে এক যুবকের  বল্লম বৃদ্ধ হয়। পরে স্হানিয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় পাশ্ববর্তী আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। 

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ জনকে 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত