পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি শ্রমিক আহত

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১৬

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নে মহানন্দা নদীতে নুড়ি পাথর সংগ্রহের কাজ করতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ফরিদুল ইসলাম (২০) নামে এক বাংলাদেশী পাথর শ্রমিক আহত হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের জাগিরজোত গ্রামে মহানন্দা নদীতে এ ঘটনাটি ঘটে। আহত ফরিদুল জাগিরজোত গ্রামের কমিরুল ইসলামের ছেলে।

জানা যায়, অন্যান্য শ্রমিকদের সাথে প্রতিদিনের ন্যায় ফরিদুল দুপুরে মহানন্দা নদীতে নুড়ি পাথর তোলার কাজ করছিলেন। একসময় ভারতীয় বিএসএফ তাদের দিকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় বিএসএফের ছোড়া গুলি ফরিদুলের পায়ে লাগে। দ্রুত স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রংপুর মেডিকেলে প্রেরণ করেন। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়ন জানায় ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে উভয় দেশের সীমান্তরোক্ষী বাহিনীর সাথে পতাকা বৈঠক করা হয়। এতে বিএসএফ দুঃখ প্রকাশ করে দোষীকে শনাক্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দেয় বিজিবিকে। বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই খুদা মিলন বিষয়টি নিশ্চিত করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত