হোমনায় মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২২, ১৬:০৯

হারুন অর রশিদ, হোমনা

কুমিল্লার হোমনায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব ও যুব মহিলাদের কর্মসংস্থানে লক্ষ্যে মাস ব্যাপী মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) প্রশিক্ষণের সমাপণী দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. সামসুজ্জামান।

এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপণ চন্দ্র বর্মন, হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আব্দুল হক সরকার। প্রশিক্ষক ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া, জেলা যুব উন্নয়ন কার্যালয়ের মৎস্য প্রশিক্ষক সুভাষ চন্দ্র বর্মন, মো. মোশারফ হোসেন, মো.আক্তার হোসেন প্রমুখ। প্রশিক্ষণে মোট ৩১ জন যুব ও যুব মহিলা অংশগ্রহণ করেন।

সাহস২৪.কম/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত