লক্ষ্মীপুরে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২২, ১৬:৪৫

‘কমিউনিটি পুলিশিংয়ের মুলমন্ত্র,শান্তি শৃঙ্খলা সর্বএ’ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে লক্ষ্মীপুরে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৯ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং সেল এর যৌথ আয়োজনে সদর মডেল থানার সামনে বেলুন ও পায়রা উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে এর উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় টাউন হলে এসে আলোচনা সভায় মিলিত হয়ে কেক কাটার মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।

এতে জেলা পুলিশ সুপার মাহাফুজ্জামান আশরাফ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর -২ আসনের সংসদ সদস্য এড. নুরউদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দ, পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলে উদ্দিন, কমিউনিটি পুলিশিং জেলা শাখার আহবায়ক সৈয়দ জিয়াউল হুদা আপলু, সদস্য সচিব জাকির হোসন ভূঁইয়া আজাদসহ আরও অনেকে।

সাহস২৪.কম/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত