জেলা পরিষদ নির্বাচন

সাতক্ষীরায় আবারও আলহাজ্ব নজরুল ইসলামের জয়

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২২, ১৭:৪১

সাহস ডেস্ক

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম মোটরসাইকেল প্রতীক নিয়ে ৬০৮ ভোট পেয়ে আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ব্যবসায়ী খলিলুল্লাহ ঝড়ু চিংড়ি মাছ প্রতীকে পেয়েছেন ৪৪৭ ভোট। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১২টি কেন্দ্রে জেলা পরিষদ নির্বাচনের ভোট শান্তিপূর্ণ পরিবেশে ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এবারের এ নির্বাচনে ১০৫৯ জন ভোটারের মধ্যে ১০৫৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ফারাজী বেনজীর আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে জানান, বিজয়ী প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১৬১ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। এনিয়ে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম টানা দ্বিতীয় বারের মতো জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন। তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এদিকে, জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে মাহফুজা সুলতানা রুবি, ২ নম্বর ওয়ার্ডে অ্যাড. শাহনেওয়াজ পারভীন মিলি ও ৩ নম্বর ওয়ার্ডে শিল্পী রাণী মহালদার নির্বাচিত হয়েছেন। এছাড়া সাধারণ ওয়ার্ড সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে ইন্দ্রজিত দাস, ২ নম্বর ওয়ার্ডে আমজাদ হোসেন, ৩ নম্বর ওয়ার্ডে সৈয়দ আমিনুর রহমান, ৪ নম্বর ওয়ার্ডে নজরুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডে শেখ ফিরোজ কবির, ৬ নম্বর ওয়ার্ডে আব্দুল হাকিম ও ৭ নম্বর ওয়ার্ডে গোলাম মোস্তফা নির্বাচিত হয়েছেন।

সাহস২৪.কম/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত