বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২২, ২০:১৮

সাহস ডেস্ক
ফাইল ছবি।

প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে ‘নৌকা ভরা স্বপ্ন’ শীর্ষক বিষয় আয়োজন করেছে হাসুমণি’র পাঠশালা। 

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের জিনজিরা খেয়াঘাটে ২৮ সেপ্টেম্বর (বুধবার) বিকাল চারটায় এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে ৭৭টি নৌকায় শিল্পীদের আঁকা ৭৬টি ছবি এবং সাজানো নৌকায় মাঝিরা বসেছিল।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুকে এদেশের বিশ্বাসঘাতকরা বাঁচতে দেয়নি, তিনি বেঁচে থাকলে এই দেশ বিশ্বের শক্তিশালী দেশে পরিণত হতো। আজ তারই কন্যা যার ধমনিতে বইছে বঙ্গবন্ধুর রক্ত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সত্যিকার অর্থেই এগিয়ে চলছি দূর্বার গতিতে। আজ আমরা সারা বিশ্বের বিস্ময়ে পরিণত হয়েছি।

এসময় তিনি সবাইকে মনে করিয়ে দেয়, যে আমেরিকার ফরেন মিনিস্টার হেনরি কিসিঞ্জার আমাদেরকে বটমলেস বাস্কেট বলেছিল, সেই দেশের প্রেসিডেন্ট বারাক ওবামা আফ্রিকায় গিয়ে বলেন, যদি উন্নত হতে চাও তবে বাংলাদেশকে ফলো করো।

প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণেই বাংলাদেশকে সম্ভাবনার বাংলাদেশ হিসেবে গঠন করতে পেরেছে বলে জানান মন্ত্রী। শেখ হাসিনার জন্মদিনে এমন আয়োজন দেখে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মারুফা আক্তার পপি’র উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী সবসময়ই নারী উন্নয়ন এবং নারী প্রগতির কথা বলেন, এই অনুষ্ঠানে লাল সবুজের পোষাকে মেয়েদের উপস্থিতি সেই প্রগতির অংশ। আর নৌকা হচ্ছে আমাদের স্বাধীনতার প্রতীক, উন্নয়নের প্রতীক এবং আমাদের সিম্বলও নৌকা,  যোগ করেন কামাল।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে হাসুমণি’র পাঠশালার উদ্যোগে উপস্থিত নারী পুরুষ সহ সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাস কুমার ঘোষ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি শাহীন আহমেদ এবং সাধারণ সম্পাদক ম.ই. মামুন। হাসুমণি’র পাঠশালার প্রতিষ্ঠাতা মারুফা আক্তার পপি’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জিনজিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাকুর হোসেন সাকু এবং স্মারক বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান অধ্যাপক জুনায়েদ হালিম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত