পদ্মা সেতুর নাটবল্টু খুলতে সরঞ্জাম ব্যবহার হয়েছে, ধারণা সিআইডির

প্রকাশ : ২৭ জুন ২০২২, ১৮:২৯

সাহস ডেস্ক

পদ্মা সেতুর নাটবল্টু খোলার ঘটনায় সরঞ্জাম ব্যবহার করা হয়েছে বলে ধারণা করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (২৭ জুন) সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। রাজধানীর মালিবাগে সিআইডির সদর দপ্তরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

রেজাউল মাসুদ বলেছেন, ‘পদ্মা সেতুর নাট-বল্টু হাত দিয়ে খোলা সম্ভব নয়। এ বিষয়ে আমরা সেতু কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে জেনেছি, এত বড় একটা স্থাপনার নাট-বল্টু হাত দিয়ে খোলা যাবে না। এতে বোঝা যায় নাট-বল্টু হাত দিয়ে খোলা হয়নি, এখানে সরঞ্জাম ব্যবহার করা হয়েছে।’

কি ধরনের সরঞ্জাম দিয়ে নাটবল্টু খোলা হয়েছে, সে প্রশ্নের উত্তর দিতে পারেননি সিআইডির এ কর্মকর্তা। রেজাউল মাসুদ বলেন, ‘বায়েজিদ তালহার একটি টিকটক আইডি রয়েছে। তার আরেক বন্ধু কায়সারের টিকটক আইডি থেকে রবিবার (২৬ জুন) ৩০-৩৫ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করা হয়েছে। ভিডিওটি আপলোড হওয়ার এক ঘণ্টার মধ্যে বায়েজিদকে শনাক্ত করা হয়। এরপর অবস্থান নিশ্চিত করে তাকে আটক করা হয়।’

অভিযুক্ত বায়েজিদের বিরুদ্ধে পদ্মা সেতু দক্ষিণ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান রেজাউল মাসুদ, ‘ওই যুবককে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাটবল্টু খোলার কথা স্বীকার করেছেন। তবে তিনি কীভাবে এ কাজটি করেছেন, সে বিষয়ে এখনও কোনো তথ্য দেননি। তারা একটি গাড়ি নিয়ে সেখানে গিয়েছিলেন, এই গাড়িতে এই যুবক ছাড়াও আরেকজন ছিলেন।’

মামলার এজাহারে কি কি আলামত দেখানো হয়েছে, জানতে চাইলে এ কর্মকর্তা বলেন, ‘তার কাছ থেকে মুঠোফোন উদ্ধার করা হয়েছে, সেটা মামলার আলামত হিসেবে দেখানো হয়েছে। তবে নাটবল্টু এখনও উদ্ধার করা হয়নি, সে কারণে মামলায় এগুলো আলামত হিসেবে দেখানো হয়। এগুলো উদ্ধার সাপেক্ষে পরবর্তী সময়ে আলামত হিসেবে দেখানো হবে।’ তিনি আরও বলেন, ‘ঘটনার কোনো সিসিটিভি ফুটেজ এখনও আমরা পাইনি। ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।’

ঘটনার পর তড়িঘড়ি করে মামলা করে এবং নাটবল্টু আলামত হিসেবে না দেখিয়ে আসামিকে মামলায় কোনো সুবিধা দেওয়া হচ্ছে কি না, জানতে চাইলে এ কর্মকর্তা বলেন, ‘আমরা অনেক তথ্যই পেয়েছি কিন্তু সব তথ্য গণমাধ্যমের সামনে এই মুহূর্তে বলা যাচ্ছে না। যে তথ্যগুলো আমরা শুধু নিশ্চিত হতে পেরেছি, সেগুলো আমরা গণমাধ্যমকে বলছি। মামলাটির তদন্ত দিন রয়েছে, তদন্তে আরও অনেক তথ্য বেরিয়ে আসবে।’

গ্রেপ্তার যুবকের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে চাইলে রেজাউল মাসুদ বলেন, ‘আমরা তাকে অপরাধী হিসেবে ধরেছি, তার রাজনৈতিক পরিচয় থাকতে পারে, তবে এখনো আমরা তার কোনো পরিচয় নিশ্চিত হতে পারিনি।’ তিনি আরও বলেন, ‘সামাজিক মাধ্যমে নাটবল্টুর ভিডিওটি ছড়িয়ে তিনি মূলত পদ্মা সেতু নিয়ে তুচ্ছ–তাচ্ছিল্য করেছেন। এটা অন্তর্ঘাতমূলক অপরাধ। তিনি সাধারণ মানুষের অনুভূতিতে আঘাত দিয়েছেন এবং রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।’

উল্লেখ্য, রবিবার (২৬ জুন) ভোর ৬টার দিকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু। যানবাহন চলাচলের প্রথম দিনেই সেতুর সরকারি বিধিনিষেধ ভঙ্গসহ ঘটে যায় নানান ধরণের বিশৃঙ্খলা। নিয়ম ভেঙে সেতুতে ছবি তোলা, টিকটক বানানোসহ নাটবল্টু খোলা, মূত্র বিসর্জন, টোল প্লাজার ব্যারিয়ার ভাঙন ও মালামাল-যন্ত্রপাতি চুরির মতোও ঘটনা ঘটে।

সাহস২৪.কম/এআর/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত