ইভিএমের শব্দে ভয়ে চলে গেলেন ভোটার

প্রকাশ : ১৫ জুন ২০২২, ২০:৩৯

সাহস ডেস্ক

কুমিল্লায় নির্বাচনে ভোট দেওয়ার সময় ইভিএমের শব্দ শুনে ভয় পেয়ে কেন্দ্র থেকে বের হয়ে গেলেন এক নারী ভোটার। কেউ কেউ আবার ব্যালটে চাপ দিতে গিয়ে তা নিচেও ফেলে দিচ্ছেন। বুধবার (১৫ জুন) কুমিল্লা সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের আলিয়া মাদ্রাসার নারী ভোটার কেন্দ্রে ভোট দেওয়া নিয়ে এ ধরনের মজার ঘটনা ঘটে।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. নাইমুর রহমান জানান, সকালে এক ভোটার গোপন কক্ষে গিয়ে ব্যালটে চাপ দেওয়ার পর শব্দ শুনে তিনি ভয় পেয়ে বের হয়ে যান। তার ভোট অসম্পূর্ণ থাকায় অন্য ভোটও নেওয়া যাচ্ছিল না। তাকে বুঝিয়ে ফের ভোট দিতে গোপন কক্ষে পাঠানো হয়। এ ছাড়া দুই ভোটার ইভিএমের ইলেকট্রিক ব্যালটে চাপ দিতে গিয়ে নিচে ফেলে দেন। বয়স্ক নারীদের ভোট দিতে তুলনামূলক বেশি সময় লাগছে। ভোটাররা ইভিএমে প্রথমবার ভোট দেওয়ায় এ ধরনের সমস্যায় পড়ছে বলেও জানান তিনি।

সাহস২৪.কম/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত