রূপপুরে রাশিয়ান নাগরিকের মৃত্যু

প্রকাশ : ১৩ জুন ২০২২, ১৬:৫২

সাহস ডেস্ক

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে (আরএনপিপি) কর্মরত এক রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। রবিবার (১৩ জুন) রাতে উপজেলার সাহাপুরের নতুনহাট মোড়ে রুশ নাগরিকদের বসবাসের জন্য নির্মিত গ্রিনসিটির লিফটের সামনে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহতের নাম ইভানভ এ্যান্টন (৩৩)। তিনি প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান রোশেম কোম্পানির ইন্সট্রলার হিসেবে কর্মরত ছিলেন। এবং গ্রিনসিটির ২ নম্বর ভবনের ১২ তলার ১২৬নং ফ্লাটে বসবাস করতেন।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, রাত ৮ টার দিকে ইভানভ গ্রিনসিটির পাশের একটি রেস্তোরাঁ থেকে খাবার কিনে রুমে ফেরার সময় লিফট থেকে নেমে পড়ে যান। এসময় সেখানে কয়েকবার বমিও করেন। বিষয়টি ডাক্তারকে জানানো হলে ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য ইভনভের মৃতদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী রুশ দূতাবাসের মাধ্যমে মৃতদেহ তাদের দেশে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সাহস২৪.কম/এসটি/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত