সীতাকুণ্ডে বিস্ফোরণ: নিহতদের শনাক্তে ডিএনএ সংগ্রহ শুরু

প্রকাশ : ০৬ জুন ২০২২, ১২:৫৩

সাহস ডেস্ক

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় নিহত-নিখোঁজ ব্যক্তিদের পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (০৬ জুন) সকাল ৯টা ২০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডিএনএ নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে সিআইডির ফরেনসিক বিভাগ।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারে নমুনা সংগ্রহ করা হবে এমন ঘোষণা দেওয়ার পর নিহতদের স্বজনেরা সেখানে ছুটে যান। কার্যক্রমের শুরুতে তিনজনের নমুনা নিতে দেখা যায়। নমুনা দেওয়ার জন্য সারিতে দাঁড়িয়ে ছিলেন আরও অনেকে।

সিআইডির চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ‘স্বজনদের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে। নমুনা হিসেবে প্রতিটি পরিবারের অন্তত দুজন স্বজনের রক্ত নেওয়া হচ্ছে।’

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আনোয়ার হোসেন বলেন, ‘নমুনা সংগ্রহ করা হচ্ছে। সংগৃহীত নমুনা বিশ্লেষণ সময়সাপেক্ষ কাজ। এতে কিছুদিন সময় লাগবে। নমুনা বিশ্লেষণের ফলাফল পাওয়া পর্যন্ত মৃতদেহ কী করা হবে, তা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

আনোয়ার হোসেন আরও বলেন, ‘এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৪১ জনের মৃতদেহ এসেছে। বাকিরা অন্যান্য হাসপাতালে থাকতে পারে। নিহতদের মধ্যে ২২ জনের মৃতদেহ শনাক্ত করা গেছে। শনাক্ত হওয়া মৃতদেহ গুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

হস্তান্তর করা ২২ জন হলেন-হাবিবুর রহমান (২৩), রবিউল ইসলাম (১৯), মমিনুল হক (২৪), মহি উদ্দিন (২২), তোফায়েল ইসলাম (২২), আফজাল হোসেন, মো. সুমন (২৮), ইব্রাহিম হোসেন (২৭), ফারুক জমাদ্দার (৫০), মো. হারুন (৫৫), মো. নয়ন (২২), শাহাদাত হোসেন (২৯), শাহাদাত উল্লাহ মজুমদার, মো, রিদুয়ান (২৫), রানা মিয়া, তহিদুল হাসান, নাজিমউদ্দিন রুবেল, নিপন চাকমা, মিঠু দেওয়ান, আলা উদ্দিন (৩৫), শাকিল তরফদার ও মো. মনিরুজ্জামান (২২)।

শনিবার (০৪ জুন) রাত নয়টার দিকে ডিপোতে আগুন লাগে। দফায় দফায় বিস্ফোরণে কেঁপে ওঠে আশপাশের প্রায় আড়াই বর্গকিলোমিটার এলাকা। সোমবার (০৬ জুন)  সকাল নয়টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস বলছে, তারা সতর্কতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সাহস২৪.কম/এএম/আরএস. 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত