গৃহহীনরা খুশি হলে আনন্দের অশ্রু ধরে রাখতে পারি না: প্রধানমন্ত্রী

প্রকাশ : ৩০ মার্চ ২০২২, ২১:৩৮

সাহস ডেস্ক

সরকারের কাছ থেকে বিনামূল্যে ঘর ও জমি পেয়ে নিঃস্ব মানুষের মুখে হাসি দেখতে পাওয়া তার সবচেয়ে বড় আনন্দ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটা আমার বাবার স্বপ্ন ছিল (গৃহহীন মানুষদের ঘর দেওয়া)। তাই তারা খুশি হলে আমি আনন্দের অশ্রু ধরে রাখতে পারি না।

বুধবার (৩০ মার্চ) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা বলেন।

যাদের কিছুই নেই তাদের মুখে হাসি ফোটানো জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত জানিয়ে তিনি বলেন, এটি আমার জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত এবং এর মতো কিছুই নয়।

প্রধানমন্ত্রী বলেন, দেশে অনেক মানুষের জমি, বাড়ি-ঠিকানা নেই। আর সে কারণেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের বিনামূল্যে জমি ও বাড়ি দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু নির্দেশ দিয়েছিলেন কেউ ১০০ বিঘার বেশি জমির মালিক হতে পারবে না যাতে উদ্বৃত্ত জমি ভূমিহীনদের দেওয়া যায়।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু গুচ্ছ গ্রাম উন্নয়নের মাধ্যমে ঘর দেওয়ার কাজও শুরু করেছিলেন।

প্রধানমন্ত্রী আরো বলেন, আমার একমাত্র কাজ জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা।

বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে ১৯৯৬ সাল থেকে ভূমিহীন ও গৃহহীনদের ঘর উপহার দিয়ে আসছেন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত