ইউক্রেনে বাংলাদেশি জাহাজে বিমান হামলা

প্রকাশ : ০৩ মার্চ ২০২২, ০০:০৪

সাহস ডেস্ক

ইউক্রেনে আটকে থাকা বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ বিমান হামলার শিকার হয়েছে। তবে এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনো জানা যায়নি।

স্থানী সময় বুধবার (২ মার্চ) বিকেল ৫টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাতে) এ হামলা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান।

তিনি বলেছেন, জাহাজটিতে ফায়ার হয়েছে। আগুন নেভানো হয়েছে। ৩০ মিনিট ধরে তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে। যোগাযোগ করার চেষ্টা চলছে। তাদের সঙ্গে কথা বলে বিস্তারিত বলতে পারব।

ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান আরো বলেন, যুদ্ধের কারণে ইউক্রেনে আটকে পড়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’। জাহাজটিতে ২৯ জন বাংলাদেশি নাবিক রয়েছেন। তাদের অবস্থার কথা এখনও জানা যায়নি। জাহাজটি বর্তমানে ইউক্রেনের অলিভিয়া বন্দর চ্যানেলে নোঙর করা আছে। রকেট হামলার পরে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা জানার চেষ্টা চলছে।

ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছানোর পর গত ২৪ ফেব্রুয়ারি থেকে জাহাজটি সেখানে আটকে আছে। জাহাজে বাংলাদেশের ২৯ জন নাবিক রয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত