ইউক্রেনে আটকে আছে ২৯ নাবিকসহ বাংলাদেশের জাহাজ

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩৩

সাহস ডেস্ক

রাশিয়ার আগ্রাসনের কারণে ইউক্রেনের অলভিয়া সমুদ্রবন্দরে আটকে পড়েছেন বাংলাদেশি ২৯ জন নাবিক। রাশিয়ার হামলা শুরুর আগেই ইউক্রেনের ওই বন্দরে পৌঁছায় বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ 'বাংলার সমৃদ্ধি'। বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক ক্যাপ্টেন মুজিবুর রহমান।

তিনি বলেন, গত ২১ ফেব্রুয়ারি জাহাজটি তুর্কি বন্দর এরেগলি ছেড়ে যায় এবং ২৩ ফেব্রুয়ারি ইউক্রেনের বন্দর অলিভিয়ায় পৌঁছায়।

ক্যাপ্টেন মুজিবুর রহমান বলেন, জাহাজটি সেখানে পৌঁছানোর পর পরিস্থিতির অবনতি হলে আমরা বন্দর থেকে পণ্য লোড করার পরিকল্পনা বাতিল করে দিই এবং জাহাজের মাস্টারকে অবিলম্বে বন্দর ছেড়ে আন্তর্জাতিক সমুদ্রে পৌঁছাতে বলি। কিন্তু বন্দরের ছাড়পত্র পেতে কিছুটা সময় লেগেছিল এবং ততক্ষণে রাশিয়ার হামলার কারণে বন্দরের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। তাই জাহাজটি বন্দর ছেড়ে যেতে পারেনি।

আটকে পড়া ২৯ নাবিক নিরাপদে আছেন জানিয়ে তিনি বলেন, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

খাবারের বিষয়ে মুজিবুর রহমান বলেন, জাহাজে কমপক্ষে ৪০ দিনের জন্য পর্যাপ্ত খাবার ও পানি রয়েছে, যেগুলো সর্তকতার সঙ্গে ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত