ব্যবসায়ী মহসিন খানের আত্মহত্যায় অপমৃত্যু মামলা

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২০

সাহস ডেস্ক

ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন ব্যবসায়ী আবু মহসিন খান। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। রাজধানীর ধানমন্ডি থানায় এ মামলাটি করেছেন মহসিন খানের জামাতা চিত্রনায়ক রিয়াজ।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানীর ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম আলী মিয়া।

এদিকে আজ বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা মেডিকেল মর্গে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে ব্যবসায়ী আবু মহসিন খানের লাশ হস্তান্তর করা হয়। লাশ গ্রহণ করেন জামাতা চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ।

মৃত্যুর আগে আবু মহসিন খানের বয়স ছিল ৫৮ বছর। পেশায় ব্যবসায়ী। তিনি চিত্রনায়ক রিয়াজের শ্বশুর। থাকতেন ধানমন্ডি ৭ নম্বর রোডের ২৫ নম্বর ভবনে নিজের ফ্ল্যাটে। গতকাল বুধবার রাত নয়টার দিকে ওই বাসা থেকে ফেসবুক লাইভে এসে নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন তিনি। এ খবর দ্রুতই ফেসবুকে ছড়িয়ে পড়ে। আত্মহত্যা করা আবু মহসিন খানের লাশের পাশে একটি ‘সুইসাইড নোট’ পাওয়া গেছে। পুলিশ বলেছে, সেখানে তিনি লিখেছেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত