ডেঙ্গু: এক মাসে হাসপাতালে ভর্তি ৭ হাজার ৮৪১

প্রকাশ : ০১ অক্টোবর ২০২১, ১১:২১

সাহস ডেস্ক
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু পরিক্ষার জন্য রোগীর নমুনা নিচ্ছেন একজন দায়িত্বরত কর্মী। ছবি: সাহস২৪

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চলতি মাসের ২৯ দিনে হাসপাতালে ভর্তি হয়েছে ৭ হাজার ৮৪১ জন। যা এ বছরে মাসের হিসাবে সর্বাধিক। এর আগে গত অগাস্ট মাসে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ৭ হাজার ৬৯৮ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ১৯০ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে গত এক দিনে কারও মৃত্যু হয়নি।

সরকারি হিসাবে সেপ্টেম্বরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২১ জনের। এর আগে অগাস্টে ৩৪ জনের প্রাণ গেছে এই রোগে।

গত বুধবার (২৯ সেপ্টেম্বর) গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৪৯ জন ডেঙ্গু রোগী ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয় আরও ৪১ জন।

বর্তমানে দেশের ৯৬০ জন বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছে। তাদের মধ্যে ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতালে ৭৫৬ জন এবং ২০৪ জন ঢাকার বাইরের। চলতি বছর হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ১৮ হাজার ১৯৭ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৭ হাজার ১৭০ জন।

গত এক দিনে ভর্তি হওয়া ডেঙ্গু আক্রান্তদের সর্বোচ্চ ২৮ দশমিক ৪ শতাংশের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে। এছাড়া ১০ বছরের মধ্যে ২৪ দশমিক ৫ শতাংশ, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১৬ দশমিক ৮ শতাংশ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

সাহস২৪.কম/এসটি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত