মেয়র-ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

প্রধানমন্ত্রীর ঈদ উপহারের টাকা থেকে বঞ্চিত আশ্রয়ণ বাসিন্দারা

প্রকাশ : ২৭ জুলাই ২০২১, ১৮:১৫

অমর চাঁদ গুপ্ত অপু, দিনাজপুর

মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ৫০০ টাকা থেকে বঞ্চিত হয়েছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৫নং খয়েরবাড়ী ইউনিয়নের খয়েরবাড়ী বালুপাড়া আশ্রয়ণ প্রকল্পের ২৪৩টি পরিবার। এতে করে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন আশ্রয়ণের ওইসব বাসিন্দা।

জানা যায়, জেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন থেকে আবাসন প্রকল্পের বাসিন্দাদের মাঝে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহারের ৫০০ টাকা প্রদানের জন্য সংশ্লিষ্টদের নিদের্শনা দেওয়া হয়। কিন্তু আবাসনের কোনো পরিবারকেই প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার প্রদান করেননি সংশ্লিষ্টরা। ফলে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার থেকে বঞ্চিত হয়েছেন ওইসব পরিবার। ওই আবাসন প্রকল্পে মোট ২৪৩টি পরিবার আছে। যার মধ্যে পৌর এলাকায় ১২২ এবং খয়েরবাড়ী ইউনিয়নে ১২১টি পরিবার রয়েছে।

২৬ জুলাই (সোমবার) দুপুর ১ টার দিকে ওই আবাসন প্রকল্পের বাসিন্দাদের খোঁজ-খবর নিতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ। এ সময় প্রধানমন্ত্রীর উপহারের ৫০০ টাকার বিষয়টি জানাজানি হয়। 
আবাসনের নারী ও পুরুষ বাসিন্দাদের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাৎক্ষণিকভাকে সংশ্লিষ্টদের সাথে কথা বলেন এবং তাদের উপহারের টাকা প্রদানের নির্দেশনা দেন।

পৌরএলাকার আবাসনে বসবাসকারীরা বলেন, ঘর ও জমি না থাকায় বাধ্য হয়ে খয়েরবাড়ী বালুপাড়া আশ্রয়ণে এসে বসবাস করছেন তারা। কিন্তু ঈদে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুঃস্থ ও অসহায়দেরকে উপহার হিসেবে ৫০০ টাকা করে দিলেও সেই টাকা থেকে বঞ্চিত করা হয়েছে তাদের। প্রধানমন্ত্রীর দুঃস্থ ও অসহায়দের মাঝে টাকা ও খাদ্যসামগ্রী দিচ্ছেন। কিন্তু সেগুলো পাচ্ছেন না আবসনে বসবাসকারীরা। তাদের আশ্রয়ণের কেউ খবর নিচ্ছে না।

খয়েরবাড়ী ইউনিয়নের আবাসনে বসবাসকারীরা বলেন, তারা আগে থেকেই খয়েরবাড়ী ইউনিয়নের বাসিন্দা। বর্তমান চেয়ারম্যানের আমলে কোনো প্রকার সুযোগ সুবিধা কখনো পায়নি তারা। ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ৫০০ টাকা দেওয়ার কথা থাকলেও ঈদ চলে গেলো কিন্তু সেই টাকা পেলোনা তারা। কয়েকবার ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে ইউনিয়ন পরিষদে গিয়েছিল, কিন্তু চেয়ারম্যান তাদের কথা শুনেনি। তাকে ফোন দিলে তিনি ফোনকল কাটে দেন। বিষয়টি ইউএনও’কে জানানো হলে তিনি বলেছেন, ‘তাদের টাকা ইউপি চেয়ারম্যানকে দেওয়া হয়েছে। কেন টাকা দেননি সেটি দেখছি।’

একই আশ্রয়ণের কয়েকজন নারী বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যাদের অর্থবিত্ত আছে তাদের মাঝেই সরকারি ত্রাণ ও উপহারের টাকা বিতরণ করেছেন। অথচ যারা ভূমিহীন ও গৃহহীন, যাদের কোন মাথা গোজার ঠাই ছিল না তাদেরকে আমাদের প্রধানমন্ত্রী বাড়ী দিয়ে মাথা গোজার ঠাই করে দিয়েছেন, কিন্তু ওই চেয়ারম্যান তাদেরকে কিছুই দিচ্ছেন না। এগুলোর তালিকা দেখলেই জানা যাবে কে টাকা পেয়েছে আর কে টাকা পায়নি। চেয়ারম্যানকে বলার সাহস কার আছে?

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা

খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের বলেন, খয়েরবাড়ী আবাসনের ১২১টি পরিবারের মধ্যে প্রায় সবাইকে টাকা দেওয়া হয়েছে। যারা টাকা পেয়েছেন তারা চাল পাননি। আর যারা চাল পেয়েছেন তারা টাকা পাননি। তালিকা থেকে হয়তোবা দুই-চারজনের নাম বাদ পড়েছে। কিন্তু তারা ইউএনও’র কাছে অভিযোগ দিয়েছেন যে তারা কেউ টাকা পাননি। নথি না দেখে বলা যাবে না কাকে কাকে টাকা দেওয়া হয়েছে।

ফুলবাড়ী পৌর মেয়র মো. মাহমুদ আলম লিটন বলেন, যারা পৌরসভা থেকে আশ্রয়ণগুলোতে বসবাস করছেন তারা কোনো প্রকার যোগাযোগ না করায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ওই অর্থের তালিকা থেকে বাদ পড়েছেন। আমি তাদের তালিকা করেছি। এখন থেকে তারা আগ্রাধিকারের ভিত্তিতে সকল প্রকার সুযোগ-সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হবে।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন বলেন, ঈদের পূর্বেই প্রধানমন্ত্রীর ঈদ উপহারের টাকা পৌর মেয়রসহ সকল ইউনিয়ন চেয়ারম্যানদেরকে চেকের মাধ্যমে সাড়ে ৩ লাখ করে দেওয়া হয়েছে। তবে সিদ্ধান্ত ছিল মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের টাকা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের শতভাগ বিতরণ করার। এ বিষয়য়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছিল। কিন্তু কেন তারা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের বাদ দিয়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের টাকা বিতরণ করেছেন তার বোধগম্য হচ্ছে না। তবে আশ্রয়ণের বাসিন্দারা উপহারের টাকা না পাওয়ার বিষয়টি জানার পরপরই খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান আবু তাহেরকে আজ মঙ্গলবার আশ্রয়ণ বাসিন্দাদের মাঝে উপহারের টাকা প্রদান করতে বলা হয়েছে, পাশাপাশি পৌর মেয়রকে ত্রাণ দিতেও বলা হয়েছে। একই সাথে সংশ্লিষ্টদের কাছে এ বিষয়ে কৈফিয়ৎ তলব করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত