৫ আগষ্ট পর্যন্ত স্থগিত সিলেট-৩ আসনের উপনির্বাচন

প্রকাশ : ২৬ জুলাই ২০২১, ১৪:৪৬

সাহস ডেস্ক

সদ্য প্রয়াত সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর সিলেট-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ আগামী ৫ আগস্ট পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

আজ সোমবার একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এই স্থগিতাদেশ দেন বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ। ফলে আগামী বুধবার (২৮ জুলাই) সিলেট-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ হচ্ছে না।

পূর্ব ঘোষিণা অনুযায়ী, আজ সোমবার মধ্যরাতে এই আসনের প্রচার শেষ হওয়ার কথা ছিল। আর ভোট হওয়ার কথা ছিল আগামী বুধবার।

সিলেট নগরের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ এই তিন উপজেলা নিয়ে সিলেট-৩ আসন গঠিত। ১৪৯টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার।

উপনির্বাচনে মাঠে লড়াই করবেন চার প্রার্থী। তারা হলেন-আওয়ামী লীগের হাবিবুর রহমান (নৌকা), জাতীয় পার্টির আতিকুর রহমান (লাঙ্গল), নির্বাচনে নেমে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী (মোটরগাড়ি-কার) এবং বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মুহাম্মদ মিয়া (ডাব)।

গত ১১ মার্চ করোনায় আক্রান্ত হয়ে মারা যান সিলেট-৩ আসনের আওয়ামী লীগের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী। পরে আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের দিন ধার্য্য করা হয়।

সাহস২৪.কম/এসটি/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত