জুলাই থেকে ব্যাপকভাবে ভ্যাকসিন দেওয়া শুরু হবে: প্রধানমন্ত্রী

প্রকাশ : ২৯ জুন ২০২১, ১৩:১৯

সাহস ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, আগামী জুলাই থেকে ব্যাপকভাবে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। মঙ্গলবার (২৯ জুন) সংসদ অধিবেশনে এ কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) গাইড লাইন অনুযায়ী স্কুল-কলেজের সব শিক্ষার্থীদের ভাকসিনের আওতায় আনা হবে।

সোমবার (২৮ জুন) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, আগামী ১ জুলাই থেকে পরবর্তী সাত দিন দেশব্যাপী চলাচলে কঠোর বিধি-নিষেধ কার্যকর থাকবে।

তিনি আরো জানিয়েছেন, দেশের করোনা পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা কঠোরভাবে বিধি-নিষেধ কার্যকর করবো। এই সময় জরুরি পণ্যবাহী ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। বিধি-নিষেধ কার্যকরে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত