চাঁপাইনবাবগঞ্জে গ্রাম পুলিশ সদস্যদের প্রশিক্ষণ

প্রকাশ : ২৭ জুন ২০২১, ২০:০৭

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় ১২টি ইউনিয়ন পরিষদের ১২০ জন গ্রাম পুলিশ সদস্যদের জন্য আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশ সদস্যদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ জুন) গোমস্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে কোর্স উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার শাখার উপপরিচালক তাজকির-উজ-জামান। জাতীয় স্থানীয় সরকার ইনিষ্টিটিউটের (এনআইএলজি) আয়োজনে সংশ্লিস্ট উপজেলা প্রশাসন তিন দিনের এই কোর্স আয়োজন করে।

উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ন রেজা, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহু, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির, উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন। উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের ৮০ জন গ্রাম পুলিশ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

অপরদিকে একইদিন ভোলাহাট উপজেলা পরিষদ মিলনায়তনে একই ধরণের প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার শাখার উপপরিচালক তাজকির-উজ-জামান, উপজেলা নির্বাহী অফিসার সমর কুমার পাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মেহেদী ইসলাম, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান প্রমুখ।

তিন দিনের প্রশিক্ষণে উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদে ৪০ জন গ্রাম পুলিশ অংশ নেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত