প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় লকডাউনের সিদ্ধন্ত

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২১, ০১:২৭

সাহস ডেস্ক
ছবি: সংগৃহীত

সারাদেশে এক সপ্তাহের জন্য লকডাউনের অনুমতি প্রার্থনার ফাইল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগে এখন চলছে ফাইল তৈরির কাজ। প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়ার পর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

শনিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শেখ রফিকুল ইসলাম এ তথ্য জানান।

জানা যায়, শনিবার বিকেলে লকডাউনের রূপরেখা তৈরিতে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ সচিব (খন্দকার আনোয়ারুল ইসলাম) মহোদয়ের সভাপতিত্বে ওই অনলাইন বৈঠকে যুক্ত ছিলেন মুখ্য সচিব, সংশ্লিষ্ট সিনিয়র সচিব, আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা, স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তাসহ অনেকেই। বৈঠকে সোমবার ভোর ৬টা থেকে পরবর্তী ৭ দিনের জন্য লকডাউনের প্রস্তাব করা হয়েছে। একইসঙ্গে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে শিল্পকারখানা পরিচালনারও প্রস্তাব করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, আজকে প্রজ্ঞাপন জারির কোনো সম্ভাবনা দেখছি না। কাল (রবিবার) সকাল নাগাদ হতে পারে। তারপরও বলা যায় না এজন্য আমরা অফিসে আছি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত