চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে দেয়াল তুলে মাদ্রাসাছাত্রদের অবরোধ

প্রকাশ : ২৭ মার্চ ২০২১, ১৬:৪৬

সাহস ডেস্ক

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় পুলিশের সঙ্গে হেফাজতে ইসলামের কর্মীদের সংঘর্ষে চার জন নিহতের পর চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক কেটে লণ্ডভণ্ড করেছে বিক্ষুব্ধ মাদ্রাসার ছাত্ররা। মাদ্রাসার সামনে ইটের দেয়াল তুলে সেখানে বিক্ষোভ করছেন তারা।

শুক্রবার (২৬ মার্চ) বিকাল থেকে শনিবার (২৭ মার্চ) সকাল পর্যন্ত সড়কটি বন্ধ রয়েছে। এতে চট্টগ্রামের হাটহাজারী-খাগড়াছড়ি সড়কে যান চলাচল এখনো বন্ধ রয়েছে।

জানা যায়, হাটহাজারী মাদ্রাসাছাত্ররা চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে ইট-সিমেন্টের দেয়াল তুলে ব্যারিকেড দিয়েছেন। গতকাল রাত থেকেই এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। গোটা এলাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি।

তিনি আরও জানান, হাটহাজারী মাদ্রাসা থেকে প্রায় ৫০০ মিটার দূরে হাটহাজারী থানার সামনে অবস্থান নিয়েছে পুলিশ। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশের সঙ্গে র‌্যাব ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। তিন জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রায় চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত