বাংলাদেশের মানুষের সংগ্রামের চিত্রই বঙ্গবন্ধুর জীবনের প্রতিলিপি: মোদি

প্রকাশ : ২৭ মার্চ ২০২১, ১৪:২৪

সাহস ডেস্ক

টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানানো শেষে সেখানকার ভিজিটর বুকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ‘অধিকার, সংস্কৃতি ও নিজস্ব পরিচয়ের জন্যে বাংলাদেশের মানুষের সংগ্রামের চিত্রই বঙ্গবন্ধুর জীবনের প্রতিলিপি।’

শনিবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি ঠাকুরবাড়ি মন্দিরে গিয়ে পূজা দেন। এখন সেখানে মতুয়া সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করছেন নরেন্দ্র মোদি।

এর আগে, আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দিরে পৌঁছান নরেন্দ্র মোদি। যশোরেশ্বরী থেকে পূজা শেষে টুঙ্গিপাড়ায় যান তিনি। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি যান কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুরবাড়ি মন্দিরে। সেখানে পূজা শেষে মতুয়া সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করে বিকেলে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত