শিবগঞ্জে নদীতে ডুবে রোভার স্কাউটস সদস্যের মৃত্যু

প্রকাশ : ১৫ মার্চ ২০২১, ২১:৫৪

চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলা সীমানায় সদরের রানীহাটী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পাগলা নদীর কুঠনীপাড়া ঘাটে (শিবগঞ্জ উপজেলা) কয়েক বন্ধু মিলে গোসল করতে নেমে রোভার স্কাউটস সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র আতিফ মোহাম্মদ নেহালের (১৮) মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনার পরে স্থানীয়দের সহায়তায় সন্ধ্যায় নদী থেকে তার মরদেহ উদ্ধার হয়।

নেহাল চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজার কাপড়পট্টি এলাকার সানাউল ইসলামের ছেলে।

রানীহাটী ইউপি চেয়ারম্যান মহসিন আলী বলেন, তার ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে চার দিনব্যাপী সদর উপজেলা স্কাউটস সমাবেশ চলছে। ওই ক্যাম্পে প্রায় ৭০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৭শ' স্কাউটস সদস্য যোগ দিয়েছে। মৃত্যুবরণকারী ছাত্র ওই ক্যাম্পে এসে নিকটইে নদীতে গোসল করতে যায়।

স্কাউটস সমাবেশে দায়িত্বরত চাঁপাইনবাবগঞ্জ শহরের গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হাই ফারুকী বলেন, নেহাল জেলা শহরের হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয় দলের সাথে স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেয়। তিনি বলেন, আগামীকাল মঙ্গলবার সকালে ক্যাম্প শেষ হবার কথা ছিল।

সদর থানার পরিদর্শক (অভিযান) মিন্টু রহমান বলেন, সদর থানা পুলিশ প্রথম ঘটনাস্থলে পৌঁছে। পরে শিবগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধারসহ ঘটনার তদন্ত শুরু করে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন বলেন, শিবগঞ্জ পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে কাজ শুরু করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত