৪ কোটির বেশি মানুষের কাছে সরকারের ত্রাণ পৌঁছেছে

প্রকাশ : ০৪ মে ২০২০, ০৪:২৩

সাহস ডেস্ক

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে লকডাউন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত চার কোটি মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছে সরকার। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল।

রবিবার (৪ মে) সরকারের তথ্য বিবরণী থেকে আরও জানা যায়, ৯৮ লাখ ১৮ হাজার পরিবারকে চাল দেয়া হয়েছে মোট ৯৬ হাজার মেট্রিক টন। আর এখন পর্যন্ত চাল বরাদ্দ দেয়া হয়েছে এক লাখ ২৪ হাজার মেট্রিক টন।

দেশের ৬৪টি জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত চার কোটি সাত লাখ ৪০ হাজার জনকে সহায়তা হিসেবে চাল দিয়েছে সরকার। এছাড়া ৫৩ লাখ ৬৮ হাজার পরিবারের দুই কোটি ৫৩ লাখ ২০ হাজার ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছে নগদ ৪৩ কোটি ১৭ লাখ ৯৪ হাজার টাকা। এখাতে এ পর্যন্ত বরাদ্দ হয়েছে ৬৮ কোটি টাকা।    

অন্যদিকে, শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেয়া ১২ কোটি ৪৫ লাখ টাকার মধ্যে এ পর্যন্ত বিতরণ করা হয়েছে আট কোটি ৯২ লাখ ৬৩ হাজার টাকা। যা দুই লাখ ৭৫ হাজার পরিবারের মোট পাঁচ লাখ ৫৮ হাজার উপকারভোগী রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত