লাগাতার ধর্মঘটে নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন

প্রকাশ : ৩০ নভেম্বর ২০১৯, ১৩:৪৯

সাহস ডেস্ক

বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার রাত ১২ টা থেকে লাগাতার ধর্মঘটে যাচ্ছে। নারায়ণগঞ্জ শহরের ৫ নম্বর খেয়াঘাট এলাকায় এক মানববন্ধনে এই ঘোষণা দেওয়া হয় বলে ইউএনবি'র একটি খবরে বলা হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার। সংগঠনের নেতারা লঞ্চ, কার্গো জাহাজ ও লাইটার জাহাজ চলাচল বন্ধের ডাক দিয়েছেন।

শ্রমিকদের ১১ দফা দাবির মধ্যে রয়েছে বেতন-ভাতা বৃদ্ধি, ঝুঁকি ভাতা, নৌপথে চাঁদাবাজি বন্ধ, বিশুদ্ধ পানি ও তিন বেলা খাবারের ব্যবস্থা এবং চিকিৎসা ভাতা। এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা।

ধর্মঘটের আওতায় ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালের পাশাপাশি চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর ও ঝালকাঠিসহ ৩৩ নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। সেই সাথে পায়রা ও চট্টগ্রাম সমুদ্রবন্দরে মালামাল খালাসে নিয়োজিত লাইটার জাহাজ ধর্মঘটের আওতায় থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত