‘ক্যাসিনো সেলিমের’ বনানীর বাসা থেকে ২১ লাখ টাকা জব্দ

প্রকাশ : ০১ অক্টোবর ২০১৯, ১৬:৩১

অনলাইনে অবৈধ ক্যাসিনো ব্যবসার মূলহোতা সেলিম প্রধানের বনানীর বাসা থেকে ২১ লাখ টাকা জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় সেলিম প্রধানের সহযোগী আক্তারকে আটক করা হয়। র‍্যাবের মিডিয়া উইং-এর ডিরেক্টর সারোয়ার বিন কাসেম এ বিষয়ে নিশ্চিত করেন।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে সেলিমের আটক সহযোগী আক্তারুজ্জামানের দেওয়া তথ্যরে ভিত্তিতে বনানীর ২ নম্বর রোডের ২৬ নম্বর ভবন থেকে এ টাকা জব্দ করে র‍্যাব।

এর আগে সোমবার রাত থেকে রাজধানীর বনানীতে সেলিম প্রধানের এ বাসাটি ঘিরে রাখে র‍্যাব। পরে আজ দুপুরে সেখানে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। অভিযানে সেলিম প্রধানের সহযোগীকে আটক ও টাকা উদ্ধার ছাড়াও বেশ কয়েকটি কম্পিউটার জব্দ করা হয়েছে।

উদ্ধার হওয়া এসব কম্পিউটার দিয়ে সেলিম প্রধান অনলাইনে ক্যাসিনো চালাতেন বলে জানিয়েছেন র‍্যাব কর্মকর্তারা।

তারও আগে এর আগে সোমবার রাতে সেলিম প্রধানের গুলশানের কার্যালয়  থেকে বিপুল পরিমাণ মদ ও দেশি-বিদেশি অর্থ উদ্ধার করা হয়। রাতেই তার গুলশান-২-এর ৯৯ নম্বর সড়কে ১১/এ বাড়িতেও অভিযান শুরু করে র‍্যাব সদস্যরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত