'পাখি হত্যার বিচার চাই', চাতাল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩০

লালমনিরহাটে ধান খাওয়ায় বিষ দিয়ে পাখি নিধনের অভিযোগে এক চাতাল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুর ১টা পর্যন্ত ওই চাতাল মালিক ২৯টি বাবুই, ২৪ টি ঘুঘু, ২টি সারস, কোয়েল ১টি ও ১টি কবুতর সহ মোট ৫৭টি পাখি হত্যা করেন। লালমনিরহাটের জেলা প্রশাসক আবু জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে শহরের কুলাঘাট রোডের সিটি রাইস মিলস লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানের চাতালে এই ঘটনা ঘটে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, পাখিরা চাতালে শুকাতে দেওয়া ধান খেয়ে ফেলায় এবং ধান ঢাকার প্লাস্টিক ছিড়ে ফেলায় ক্ষিপ্ত হন চাতাল মালিক মানিক হোসেন। এজন্য তিনি শনিবার সকাল থেকে বিষ দিয়ে চাতালে আসা পাখিদের হত্যা করতে থাকেন।

পরে মৃত পাখিগুলোকে দেখতে পেয়ে সেগুলোকে জড়ো করে সিটি রাইস মিল লিমিটেডের সামনে রাখেন মাহাবুব হাসান নামের এক যুবক। তিনি মৃত পাখিগুলোর সামনে 'পাখি হত্যার বিচার চাই' দুটি পোস্টার বসিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। পরে তা মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। এক পর্যায়ে বিষয়টি লালমনিরহাট জেলা প্রশাসকের দৃষ্টিগোচর হয়।

লালমনিরহাটের জেলা প্রশাসক আবু জাফর ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঘটনাস্থলে অভিযান চালানোর নির্দেশ দেন। পরে ঘটনার সত্যতা মেলায় বন্যপ্রাণী আইন ২০১২ এর ৩৮ এর ধারা ১ মোতাবেক ৫০ হাজার টাকা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমান আদালত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত