বাড্ডায় গণপিটুনি: মায়ের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে মেয়ের মানববন্ধন

প্রকাশ : ২৩ জুলাই ২০১৯, ১৯:০৪

রাজধানীর বাড্ডায় গণপিটুনিতে নিহত তাসলিমা বেগম রেনুর মৃত্যুর ঘটনায় মানববন্ধন করেছেন লক্ষ্মীপুরের রায়পুরের স্থানীয় লোকজন। মানববন্ধনের ব্যানারের পাশেই ছিল নিহত রেনুর মেয়ে তুবা। তার চোখে-মুখে ছিল মাকে ফিরে পাওয়া আকুতি।

মঙ্গলবার (২৩ জুলাই) এ মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় জনতা। এর আগে সকালে রেনুর জন্য পারিবারিকভাবে দোয়া এবং মিলাদের আয়োজন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া, রায়পুর পৌর যুবলীগের আহ্বায়ক তানজিদ কামাল, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জহির পাটওয়ারী, ফ্রেন্ডস ফোরামের সভাপতি তুহিন চৌধুরী ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ জনি প্রমুখ।

প্রসঙ্গত,শনিবার সকালে ঢাকার উত্তর-পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাসলিমা বেগম রেনুকে (৪০) প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়।মেয়েকে ভর্তির জন্য ওই স্কুলে খোঁজ নিতে গিয়ে গুজবের কবলে পড়ে গণপিটুনিতে তার মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত