মঠবাড়িয়ায় মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করার এক ব্য‌ক্তি‌কে কারাদণ্ড

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০১৯, ১৯:০৬

সাহস ডেস্ক

পিরোজপুরের মঠবাড়িয়া উপ‌জেলায় মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করার দা‌য়ে রত্তন ব্যাপারী (৫০) নামে এক ব্য‌ক্তি‌কে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

৩১ জানুয়া‌রি (বৃহস্পতিবার) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি এম সরফরাজ তাকে এক বছরের কারাদণ্ডের আদেশ দেন।

রত্তন উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের মৃত ছাদের আলী ব্যাপারীর ছেলে। 

মঠবাড়িয়া থানার উপ-প‌রিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, ‘১০ম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামে অভিযান চালিয়ে রত্তনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে দোষ স্বীকার করায় রত্তনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।’ 

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকাত আনোয়ার জানান, ‘দণ্ডপ্রাপ্ত আসামি রত্তনের বিরু‌দ্ধে একাধিক মে‌য়েকে উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে।’

তিনি আরো জানান, ‘নারী ও শিশু নির্যাতন মামলায় দীর্ঘদিন কারাগা‌রে ছিলেন রত্তন। সম্প্রতি জামিনে বের হয়ে এসে আবারও একই কাজ করেন তিনি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত