মানিকগঞ্জে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ১৭:০০

মানিকগঞ্জ প্রতিনিধি
ছবি: সাহস

‘খেলাধূলায় বাড়ায় বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই প্রতিপাদ্য সামনে রেখে মানিকগঞ্জের ঘিওরে মাদক বিরোধী ফুটবল নক-আউট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
 
মঙ্গলবার (২২ আগস্ট ) বিকেলে উপজেলার বড়টিয়া ইউনিয়নের মৌহালী খেলোয়ার কল্যাণ সংঘের উদ্যোগে মৌহালী এম বি এস ক্লাব মাঠে এ খেলার উদ্বোধন করা হয়। নক-আউট পদ্ধতির উদ্বোধনী এ খেলায় কাহেতারা যুব সংঘ বড় কুষ্টিয়া স্পোর্টিং ক্লাবকে (১- ০) গোলে পরাজিত করে বিজয়ী হয় । 

ঘিওর উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শেখ ফরিদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর থানা অফিসার ইনচার্জ  মো; আমিনুর রহমান। বড়টিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শামসুল হক মোল্লা রওশন খেলা উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সালাউদ্দিন সজল, উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক মোঃ আক্তার হোসেন মোল্লা, বড়টিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহরাব হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ আঃ আজিজ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মোহাম্মদ লাবলু মোল্লা, যুগ্নু আহবায়ক কৃষ্ণ চন্দ্র আচার্য, সদস্য সচিব মো: রাকিবুল ইসলাম রুবেল, বড়টিয়া ইউনিয়ন পরিষদের ৪, ৫, ৬ নং ওয়ার্ড সদস্যা রিমা আহমেদ, ৪নং ওয়ার্ড সদস্য মোঃ মিজানুর রহমান, ৫নং ওয়ার্ড সদস্য আব্দুল হালিম মোল্লা, ৬নং ওয়ার্ড সদস্য আব্দুল বাতেন সহ আরো অনেকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত